Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

 

প্রধান কার্যাবলীঃ ভূমি অফিসের গুরুত্বপুর্ন  কার্যাবলী নিন্মে প্রদান করা হইল 

১। ভূমি উন্নয়ন কর আদায় ও জমা প্রদান

২। খাস জমির ব্যবস্থাপনা

৩। হাট বাজার ব্যবস্থাপনা

৪। জল্মহল ব্যবস্থাপনা

৫। অর্পিত সম্পর্তির রক্ষনাবেক্ষন

৬। দেওয়ানি মকদ্দমার সরকার পক্ষের প্রতিনিধিত্ব করে

৭। নামজারী, জমাখারিজ ও জমি একত্রীকরনসহ রেকর্ড রক্ষনাবেক্ষন

৮। বিনিময় সম্পর্তির ব্যবস্থাপনা ও পি ও ৯৬/৭২ পি ও ০৯৮/৭২ বিভিন্ন অধ্যদেশ এর আওতায় কারযক্রম গ্রহন ও ব্যবস্থাপনা

৯। ফৌজদারী মোকদ্দমা পরিচালনা

১০। কাছারি বাড়ীর সম্পত্তির রক্ষনাবেক্ষন

১১। উচ্ছেদ মোকদ্দমা পরিচালনা

১২। জমীর স্রেনি পরিবর্তন , পর্যবেক্ষন, ও সংরক্ষন

১৩। ভূমি অধীগ্রহন সংক্রান্ত কার্যাবলী

১৪। অর্পিত সমপরত্তির ক ও খ তপসীলের মোকদ্দমা পরিচালনা করা

১৫। ল্যান্ড সার্ভ সহ বিভিন্ন মোকদ্দমার বিবিধ কার্যক্রম পরিচালনা করা।

১৬ । এছাড়াও ভূমি বিষয়ক নানবিধ সমস্যার সমাধানে জনগনকে সহায়তা প্রদান করে থাকে।  

 

17। সরকারী খাস ভূমির হেফাজতকরন। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।

 

18। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা

19 প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাজনা আদায় করা।

20. সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।